ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৯
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আলমগীর চৌধুরী কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে।নবগঠিত কমিটিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক ও কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সদস্য সচিব ঘোষণা করে মোট ১ শ ৫৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।এতে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফেনী জেলা কমিটির সভাপতি আলমগীর চৌধুরী।বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই এই কমিটি ঘোষণা করা হয়।

আলমগীর চৌধুরী ফেনী সদর উপজেলার মধ্যম ফরহাদ নগর গ্রামের সাবেক হুইপ মাহবুবুল আলাম তারার বাড়ির মৃত হোছাফ হায়দার চেীধুরীর ছেলে।

ঘোষিত জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির  যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকছেন আতকদির হোসেন মো, জসিম, মো. তোফাজ্জল হোসেন, আলহাজ এম এ তাহের, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, আলহাজ এ কে এম মোয়াজ্জেম হোসেন, আলহাজ মো, নাজিমুদ্দিন, আফতাব উদ্দিন আহমেদ মণ্ডল, জামাল উদ্দিন খান মিলন, আরিফুল হক চৌধুরী, কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুমদার বাবলা, কৃষিবিদ শামীমুর রহমান শামীম রয়েছে।আগামী তিন মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল আয়োজন করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে। ১৯৯৮ সালের ১৬ মে সর্বশেষ কৃষক দলের কমিটি গঠন করা হয়েছিলো।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!