ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫১
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জড়িতদের রাজনৈতিক ও প্রশাসনিক পরিচয় থাকলেও ছাড় পাওয়ার সুযোগ নেই

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভ‚ঞা) আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বলেছেন, রাফি হত্যা মামলায় জড়িত কেউ রেহাই পাবে না। এঘটনায় জড়িতদের যদি কোনো রাজনৈতিক ও প্রশাসনিক পরিচয় থাকলেও তদন্তে অপরাধ প্রমাণিত হলে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। মঙ্গলবার বিকালে সোনাগাজী পৌরসভাস্থ উত্তর চরচান্দিয়ায় রাফির বাড়িতে স্বজনদের সমবেদনা জানাতে গিয়ে তাদেরকে ১ লাখ টাকার অনুদান প্রদান করে গণমাধ্যম কর্মীদের সাথে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, রাফি হত্যার অন্যতম হোতা অধ্যক্ষ সিরাজ উদ দৌলার আগের অপরাধ গুলোর কেন ব্যবস্থা নেওয়া হয়নি। এতে মাদরাসা কমিটির কোনো অবহেলা আছে কিনা সেগুলো সুচারুভাবে তদন্ত করা হবে।
রাফির পরিবারের নিরাপত্তার ব্যাপারে মাসুদ চৌধুরী বলেন, মামলাটির রায় না হওয়া পর্যন্ত পরিবারটিকে নিরাপত্তা দেওয়া হবে। এ ব্যাপারে আমি ফেনী জেলা পুলিশ এবং ডিআইজির সাথে কথা বলব।
মামলার অগ্রগতির ব্যাপারে তিনি বলেন, এখন পর্যন্ত পিবিআইয়ের তদন্ত কর্মকান্ডে আমি সন্তুষ্টু। তাদের কর্মকান্ডে এখন পর্যন্ত কোনো অবহেলা চোখে পড়েনি। সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের ব্যাপারে তিনি বলেন, তাকে সোনাগাজী থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমার কাছে তথ্য আছে আজ মঙ্গলবার পিবিআই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। এখানে ইনফ্লুয়েন্স করার কোনো সুযোগ নেই। এর আগে রাফির আত্মার মাগফেরাত কামনা করে কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় তার সহধর্মিনী জেসমিন মাসুদ, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ, কাউন্সিলর নুর নবী লিটন, নুসরাতের বাবা মাওলানা এ কে এম মুসা মানিকসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!