এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে ফেনীতে জিপিএ ৫ বেড়েছে। এমন ভালো ফলাফলে কৃতকার্য হওয়া শিক্ষার্থী ও শিক্ষক-অভিভাবকদের মধ্যে আনন্দ বয়ে যাচ্ছে। জেলায় এবার ১৭ হাজার ৮শ ৮৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১৫ হাজার ৩শ ৭৫জন। পাশের হার ৮৫.৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭শ ৮৩জন। ২০১৮ সালে পাশের হার ছিলো ৭৬.৩০শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৬৩১জন। সোমবার ঘোষিত ফলাফল বিবরনে দেখা যায়, ফেনী গার্লস ক্যাডেট কলেজ ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।
ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগে ২শ ২জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৮জন ও মানবিক থেকে ১১জন মোট ৩০১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে। এর মধ্যে ১শ ২৯জন জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাশ।
ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগে ২শ ৬২জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৬৮জন মোট ৩৩০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১শ ৩০জন। শতভাগ পাশ।
ফেনী সেন্ট্রাল হাই স্কুল বিজ্ঞান বিভাগে ১শ ৭৭জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩শ ২৪জন ও মানবিক থেকে ৬৭জন মোট ৬শ ৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫শ ৬৮জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৯জন। পাশের হার ৯৩.২৭ শতাংশ।
ফেনী শহীন একাডেমী স্কুল এন্ড কলেজ বিজ্ঞান বিভাগে ২শ ২০জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১শ ৬৩জন ও মানবিক থেকে ৩৯জন মোট ৪শ ৩১জন শিক্ষার্থী অংশ নিয়ে ৪শ ২২জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪০জন। পাশের হার ৯৭.৯১ শতাংশ।
ফেনী মডেল হাই স্কুল বিজ্ঞান বিভাগে ২শ ২জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১শ ৮৪জন ও মানবিক থেকে ৩৪জন মোট ৪শ ৮২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪শ ২০জন পাশ করেছে। ২৫জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৮৭.১৪ শতাংশ।
ফেনী জিএ একাডেমী বিজ্ঞান বিভাগে ১শ ২৪জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১শ ৯২জন ও মানবিক থেকে ৫৯জন মোট ৪শ ৪৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩শ ৭৫জন। জিপিএ-৫ পেয়েছে ২৫জন। পাশের হার ৮৪.০৮ শতাংশ।
মঠবাড়িয়া উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগে ৮জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ২১জন ও মানবিক থেকে ২৬জন মোট ৫৯জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫৫জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১জন। পাশের হার ৯৩.২২ শতাংশ।
পাঁচগাছিয়া এ জেড খান মেমোরিয়াল হাই স্কুল বিজ্ঞান বিভাগে ৩৩জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৫জন ও মানবিক থেকে ৪৪জন মোট ১শ ৭৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১শ ৬২জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩জন। পাশের হার ৯১.৫৩ শতাংশ।
লেমুয়া উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগে ২৮জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১শ ১২জন ও মানবিক থেকে ৪৫জন মোট ১শ ৮৯জন শিক্ষার্থী অংশ নিয়ে ১শ ৮৫জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩জন। পাশের হার ৯৭.৮৮ শতাংশ।
ধর্মপুর আমিন উদ্দিন উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগে ২৩জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৭জন ও মানবিক থেকে ৪৩জন মোট ১শ ৩৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১শ ১৩জন। জিপিএ-৫ পেয়েছে ১জন। পাশের হার ৮১.২৯ শতাংশ।
ফেনী বালিকা বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ বিজ্ঞান বিভাগে ২৭জন ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮জন ও মানবিক থেকে ৩৩জন মোট ১শ ৯জন শিক্ষার্থী অংশ নিয়ে ৯৮জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১জন। পাশের হার ৮৯.৯১ শতাংশ।
বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগে ৫জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮জন ও মানবিক থেকে ২০জন মোট ৭১জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৬৩জন। জিপিএ-৫ পেয়েছে ১জন। পাশের হার ৮৮.৭৩ শতাংশ।



