ফেনী
শনিবার, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৭
, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

দুই চুলার গ্যাসে ৯৭৫ টাকা, এক চুলায় ৯২৫

বাসাবাড়িসহ সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাসের দাম বাড়াল। আজ রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের দাম বৃদ্ধির এ ঘোষণা দেয়। গড়ে সব খাতে ২২ দশমিক ৮ শতাংশ দাম বাড়ানো হয়েছে। কাল সোমবার থেকে এ দাম কার্যকর হবে বলে বিইআরসির পক্ষ থেকে জানানো হয়েছে।বিইআরসির আদেশ অনুযায়ী, আগামী মাস থেকে আবাসিক গ্রাহকদের রান্নাঘরে যাঁদের দুই চুলা আছে তাঁদের দিতে হবে ৯৭৫ টাকা। এখন দিতে হয় ৮০০ টাকা। অর্থাৎ দুই চুলার গ্রাহকদের এখন থেকে পৌনে ২০০ টাকা বেশি দিতে হবে। যাঁদের রান্নাঘরে এক চুলা আছে, তাঁদের দিতে হবে ৯২৫ টাকা। এখন দিতে হয় ৭৫০ টাকা। যেসব আবাসিক গ্রাহকের মিটার আছে, আগামী মাস থেকে তাঁদের ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাস ১২ টাকা ৬০ পয়সা ধার্য করা হয়েছে।যানবাহনে ব্যবহৃত সিএনজির দাম প্রতি ঘনমিটার হবে ৪৩ টাকা।বিদ্যুৎকেন্দ্র, ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের বিদ্যুৎ উৎপাদন (ক্যাপটিভ পাওয়ার), সার কারখানা, শিল্প, হোটেল রেস্তোরাঁ এবং ক্ষুদ্র ও কুটিরশিল্পসহ বাণিজ্যিক, চা-বাগান প্রতিটি খাতেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!