ফেনী
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:০৩
, ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সোনাগাজীতে স্কুলছাত্রীকে লাঞ্ছনা: বখাটে অটোরিক্সা চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ফেনীর সোনাগাজীতে এক স্কুল ছাত্রীকে লাঞ্ছনা করার অভিযোগে আরিফুল ইসলাম (২৭) নামে এক বখাটে অটোরিক্সা চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার সকালে সোনাগাজী বাজারের জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। সে সোনাগাজী পৌরসভার ৬নং ওয়ার্ডের তুলাতলী গ্রামের ক্বারী সাহেবের বাড়ির আবুল কালামের ছেলে। বখাটে আরিফ পেশায় সিএনজি অটোরিক্সা চালক।

সূত্র জানায়, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির এক ছাত্রী বিদ্যালয়ে যাওয়া আসার সময় গত কয়েক দিন যাবৎ প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছে আরিফ। সোমবার ওই ছাত্রীর স্কুল ব্যাগের মধ্যে একটি মোবাইল ফোন দিয়ে তাকে ফোন করতে বলে। ছাত্রী বিষয়টি বাড়িতে গিয়ে তার মাকে জানিয়ে সে বখাটের ভয়ে স্কুলে যাবেনা বলে জানিয়ে দেয়। বখাটের অত্যাচারে ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দেয়ার বিষয়টি ছাত্রীর পিতা স্কুল কমিটি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুলের প্রধান শিক্ষককে অবহিত করেন।
বিষয়টি জানতে পেরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান সামছুল আরেফিনের নেতৃত্বে ছাত্রীর গ্রামের বিক্ষুব্ধ লোকজন বখাটে আরিফকে সোনাগাজী বাজারের জিরোপয়েন্ট থেকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ব্যপারে ছাত্রীর পিতা বাদি হয়ে বখাটে অটোরিক্সা চালক আরিফুল ইসলামকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!