ফেনী
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪১
, ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

লেমুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন

নুর হোসেন নসীব: শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত ফেনী পৌরসভার ১৫নং ওয়ার্ড মধুপুর এলাকার আবদুল জব্বারের ছেলে সিএনজি চালক রুহুল আমিনের জানাজার নামাজ শেষে তাকে শনিবার বিকালে দাফন করা হয়।

একইদিন দুপুর ও বিকালে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী নাছিমা আক্তার, ছেলে নাছির উদ্দিন, অন্তসত্বা মেয়ে সালমা আক্তার , অপর মেয়ে সুমি আক্তার, মেয়ে জামাই শাহাদাত হোসেন, দেবর দেলোয়ার হোসেনের জানাজার নামাজ শেষে দাফন করা হয়।

জানাজায় ফেনী-৩ আসনের আওয়ামী লীগের এমপি প্রার্থী জহির উদ্দিন মাহমুদ লিপটন, আবুল বাশার, সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, নবাবপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার বিকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস লেমুয়া এলাকায় অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। ছয়জনকে ফেনী আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে সেখানে আরও চারজনের মৃত্যু হয়। আহত মহিলা ও শিশুর অবস্থা গুরুতর বিদায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পরে মহিলাটির মৃত্যু হয়। ফয়েজ নামে তিন বছরের শিশুটি বর্তমানে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বাসটি আটক করা হয়।

40023136_546038012494875_6656399285241774080_n

এদিকে হতাহতদের দেখতে তাৎক্ষনিক ছুটে যান জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান ও ফেনী-৩ আসনের আওয়ামীলীগের এমপি প্রার্থী জহির উদ্দিন মাহমুদ লিপটন। তারা আধুনিক সদর হাসপাতালে গিয়ে হতাহতদের খোঁজখবর নেন।এ সময় নিহতদের দাফন-কাফন ও আহতদের চিকিৎসার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা করে ও আহত প্রত্যেকের জন্য ৫ হাজার টাকা করে দেন জেলা প্রশাসক।এসময় সিভিল সার্জনের পক্ষ থেকেও আহত দু’জনের জন্য পাঁচ হাজার করে ১০ হাজার টাকা দেয়া হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!