ফেনী পৌরসভার ১১নং ওয়ার্ডে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার স্থানীয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক।
১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভুইঁয়া, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম ফরায়েজি, ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক নুর নবী চৌধুরী, পৌর যুবদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন রুমেল।