ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে তারেক রহমান দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আবদুল আওয়াল মিন্টু।
শুক্রবার বিকালে ফেনী শিল্পকলা একাডেমীতে এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির এই নেতা।
এসময় আবদুল আওয়াল মিন্টু আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের সাথে জাতীয় সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই।দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল নেই। এখনো দেশে মব তৈরি হচ্ছে। মানুষকে ধরে মেরে ফেলা হচ্ছে। অনেকেই দুষ্কর্ম করে আমাদের দলের ওপর চাপিয়ে দিচ্ছে। তবে বিএনপির কিছু নেতাকর্মী খারাপ কাজের সঙ্গে জড়িত। এরইমধ্যে তিন থেকে চার হাজার নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয় জানান তিনি।