সারা দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করনের দাবিতে আন্দোলনরত অন্যতম সমিতি “বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ (BUTC) ফেনী জেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার ঘোষিত এ কমিটিতে মুহাম্মদ মোশাররফ হোছাইন (সিঃ শিক্ষক, কাজিরবাগ হাজী দোস্ত মুহম্মদ উচ্চ বিদ্যালয়) কে আহবায়ক এবং মোহাম্মদ দাউদ (সিঃ শিক্ষক,রতনপুর হাজী ছৈয়দের রহমান উচ্চ বিদ্যালয়) কে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, পরবর্তিতে প্রতিটি উপজেলায় আলাদা আলাদা আহবায়ক কমিটি গঠিত হবে বলে কেন্দ্রীয় কমিটি জানিয়েছেন।