ফেনী
বৃহস্পতিবার, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩০
, ৫ই সফর, ১৪৪৭ হিজরি

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ শনিবার। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতি বছরের মতো এবারও বিশ্বজুড়ে দিবসটি পালন হচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশেও নানা কর্মসূচি নিয়েছে বিভিন্ন সংগঠন। এবারের প্রতিপাদ্য ‘সাহসী নতুন বিশ্বে সাংবাদিকতা: সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব।’

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে’কে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বজুড়ে দিবসটি পালন করছেন গণমাধ্যমকর্মীরা।

এই দিনে সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্ত, জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!