সোনাগাজী প্রতিনিধি:ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের দক্ষিণ চর দরবেশ আদর্শ গ্রাম আশ্রায়ন প্রকল্পে বসবাসরত দুই শ’ শিশু ও দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন আমরা ক’জন স্বেচ্ছাসেবক ফেনী।
মঙ্গলবার সকালে আশ্রয়ন প্রকল্প এলাকায় সংগঠনটির সহ-সভাপতি শাহাব উদ্দিনের সভাপত্বিতে এসময় উপস্থিত ছিলেন চরদরবেশ আদর্শ গ্রাম পুলিশ ফাঁড়ির এসআই মাহবুবুর রহমান,এসআই দিলিপ কুমার নাথ, সাপ্তাহিক হকার্স’র ষ্টাফ রির্পোটার ইয়াসির আরাফাত রুবেল, চ্যানেল আইয়ের চিত্র সাংবাদিক মুহাম্মদ দুলাল তালুকদার।
সংগঠনের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় এতে আরা উপস্থিত ছিলেন আশ্রায়ন-২ প্রকল্পের সভাপতি রহিম উল্লাহ, সহ-সভাপতি আবু নাইম ,যুগ্ম-সাধারন সম্পাদক সালমান ভূঁঞা প্রমুখ।
আমরা ক’জন স্বেচ্ছাসেবক ফেনীর উদ্যেগে এবার ঈদে এক হাজার জনকে ঈদবস্ত্র বিতরণ করা হচ্ছে।



