কাতার প্রবাসী ফেনী জেলার মোহাম্মাদ জাকির হোসেন গত ৭ জুলাই রাত ১১ ঘটিকায় হামাদ হাসপাতালে মৃত্যুবরণ করেন। জাকির হোসেন কাতারের নাছের বিন খালেদ (NBK) নামে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। গত ৪ জুলাই বৃহস্পতিবার সকালে কর্মরত অবস্তায় হার্ড অ্যাটাক করেলে তাকে কাতার হামাদ মেডিকেল নিয়ে যাওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। অবশেষে গত ৭ জুলাই রাত ১১ ঘটিকায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন) মৃত্যু কালে তার বয়স ছিলো ৩২ বছর। জকির হোসেনের বাড়ী ফেনী জেলার দাগন ভুইয়া উপজেলার এতিম খানা এয়াকুব পুর বাজার।দূতাবাসের শ্রম কাউন্সিলর রবিউল ইসলাম জানান কাতারের সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে জাকির হোসেনের মৃতদেহ দ্রুত দেশে পাঠানো হবে।