ঢাকা অফিসঃ ফেনী ছাত্রফোরাম ঢাকা’র বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। বুধবার রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে কেরানীগঞ্জের একটি রিসোর্টে দিনব্যপী এ বনভোজন অনুষ্ঠিত হয়।
ফেনী ছাত্রফোরাম ঢাকা’র সভাপতি খালেদ মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারী হাছান মাহফুজের সঞ্চালনায় বনভোজনের সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে দিগন্ত টিভির উপ-নির্বাহী পরিচালক মজিবুল হক মঞ্জু, সোনাগাজী- দাগনভুইয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা. ফখরুদ্দিন মানিক, সুপ্রিম কোর্টের আইনজীবী কামাল হোসেন, রোম কর্পোরেশনের চেয়ারম্যান দিদারুল আলম মজুমদার,মানারাত ইউনিভার্সিটির প্রভাষক বোরহান উদ্দিন ফয়সাল,বিশিষ্ট ব্যবসায়ী শাখাওয়াত হোসেন, ইব্রাহিম বাহারী, মেজবাহ উদ্দিন সাহেদ,প্রফেসর আবদুল হালিম,রাজধানী লিফট লিঃ এর চেয়ারম্যান রাশেদুল হাসান রানাসহ ফেনীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাত্রদের যাবতীয় সমস্যা সমাধান এবং উচ্চশিক্ষা প্রদানে মেধাবী ছাত্রদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।বনভোজনে ফেনী জেলার উপজেলা কমিটি গঠন করা হয়।