স্টাফ রিপোর্টার: ফেনী জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক তায়হান পাটোয়ারী ও ফেনী সরকারী কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক নাঈম পাটোয়ারীকে স্বপদে পুনর্বহাল করেছে করেছে জেলা ছাত্রলীগ।রবিবার জেলা সংগঠনটির জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক এই দুই সহোদরের উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করা হয়।জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত: দলীয় শৃংখলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের ৫ মে দুই সহোদরকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি প্রদান করে জেলা সংগঠন।