শহর প্রতিনিধি: ফেনী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগ নেতা হাজী আলাউদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।ফেনীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনে নৌকা প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় এনে তার হাতকে শক্তিশালী করতে হবে। শনিবার বিকালে শহরের ট্রাংক রোডে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।