শহর প্রতিনিধি: ফেনী জেলা প্রশাসনের ইফতার ও দোয়া মাহফিল রবিবার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।
এসময় অতিথি হিসাবে অংশ নেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, ৪ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মো: সহিদুর রহমান, সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী শারমিন জাহান, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম,ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন,ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আবুল কালাম আজাদ, সোনাগাজী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।