ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩১
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

টাকা বর্ষণে ফেনীর ৭০ টি গ্রাম প্লাবিত

ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এ রিপোর্ট লিখা পর্যন্ত দুই উপজেলায় মোট ৭০টি গ্রাম প্লাবিত হয়েছে।মুহুরী নদীর ১১ টি স্থানে ভেঙ্গে যাওয়া বাঁধ দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। ফলে, দুই উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এদিকে ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে প্রায় ওয়ার্ডে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে রয়েছে পৌর বাসিন্দারা। শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ডাক্তার পাড়া, মাস্টার পাড়া, উকিল পাড়া, পাঠানবাড়িসহ শহরের অভ্যন্তরীণ সড়কগুলো পানিতে তলিয়ে আছে।এছাড়া পৌরসভার জনপ্রতিনিদের অনুপস্থিতি ও পরিচ্ছন্নতাকর্মীরা কাজে যোগদান না করায় বাড়তি আতঙ্কে রয়েছে বাসিন্দারা।

ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার জানান, পৌরসভায় পানি দ্রুত নিষ্কাশনের জন্য পৌর প্রশাসক মাঠে কাজ করছেন। এছাড়া ফুলগাজী পশুরামে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেয়া অব্যাহত রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!