ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৪০
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

নোয়াখালীতে করোনা উপসর্গে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে সামিয়া আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।রোববার সকালে ওই ছাত্রীর মৃত্যুর পর দুপুর সাড়ে ১২টার দিকে তার নানার বাড়ি লকডাউন ঘোষণা করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মজুমদার। বাড়িটিতে ১৫টি পরিবারে সদস্য রয়েছে ৬৬ জন।মৃত সামিয়া আক্তার বেগমগঞ্জ উপজেলার লাউতলী এলাকার ওমান প্রবাসী শহিদ উল্যার মেয়ে।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান বলেন, সামিয়া কিছুদিন আগে তার নানার বাড়ি সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মইজদীপুর গ্রামের মেহের আলী ব্যাপারীর বাড়িতে বেড়াতে আসে। গত কয়েকদিন ধরে সে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল। রোববার সকাল ৭টার দিকে সে মারা যায়। করোনা উপসর্গ থাকায় তার ও সংস্পর্শে আসা তার মা ও নানীরও নমুনা সংগ্রহ করা হয়েছে।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মজুমদার বলেন, নমুনা রিপোর্ট না আসা পর্যন্ত বাড়িটির ১৫টি পরিবারে ৬৬ জন সদস্য হোম কোয়ারেন্টিনে থাকবেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!