ফেনী
রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৩
, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সোনাগাজীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সোনাগাজী প্রতিনিধি: সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের দক্ষিণ চর সাহাভিকারী গ্রামের পুকুরের পানিতে ডুবে মঙ্গলবার সকালে মোহাম্মদ আবদুল্লাহ (৩) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার সকালে দক্ষিণ চর সাহাভিকারী গ্রামে জুনাব আলী সওদাগর বাড়ির জাকির হোসেনের স্ত্রী ঘরে কাজ করছিলেন। এসময় তার শিশুপুত্র মোহাম্মদ আবদুল্লাহ বাড়ির উঠানে খেলা করতে থাকে। কিছুক্ষণ পর কাজ শেষে শিশুটির সাড়া শব্দ না পেয়ে এবং উঠানে না দেখে তাকে আশ-পাশে খুঁজতে থাকেন। এ পর্যায়ে শিশুটিকে কোথাও না পেয়ে পরিবারের লোকজন বাড়ির পেছনে পুকুরে যায়। এসময় পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চর দরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!