শহর প্রতিনিধি: ফেনীতে শনিবার রাত ১০ টা থেকে ১২ টা পর্যন্ত মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
এসময় শহরের বিরিঞ্চি এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল হালিম মাদকের একটি বড় চালান নিয়ে এসেছেন এমন তথ্যের ভিত্তিতে শহরের একাডেমী রোডের নূরিয়া মসজিদ সড়কের নজরুল ভবনের ভাড়াটিয়া হালিমের বাসায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হালিমের ঘর থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা ভর্তি মাদক উদ্ধার করা হয়। বস্তার ভেতরে ছিল থেকে ৮ কে.জি. গাঁজা ও দুইটি ব্যাগে ৪২ বোতল ফেন্সিডিল।
হালিমের মূল বাড়ি বিরিঞ্চির আব্দুল হক ডাক্তার বাড়ি (খোনার বাড়ি) এবং সে বিরিঞ্চির এই মূহুর্তের সবচেয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ীদের একজন বলে এলাকাবাসীদের কাছ থেকে জানা যায়।
হালিমকে আটক করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা মামলা দায়েরের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।