শহর প্রতিনিধি: ফেনী সকার ক্লাবের স্ট্রাইকার ইকবাল হোসেন ভূঞা (৩০) আর নেই। বৃহস্পতিবার ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুশীলন শেষে বাড়িতে গেলে অসুস্থ বোধ করলে সদর হাসপাতালে আনা হলে সন্ধ্যা ৭ টার দিকে তার মৃত্যু হয়।ইকবালের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
ছাগলনাইয়া থানার ওসি এমএম মোরশেদ জানান, তিনি মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।