আরিফ আজম : ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে মুহুরী নদী থেকে বালু তুলে জমি ভরাট করছেন উপজেলা ছাত্রলীগের এক নেতা। টাকার বিনিময়ে পাইপের মাধ্যমে এসব বালু তুলে ৫০শতাংশের ওই জমি ভরাট করা হচ্ছে।
সোমবার সরেজমিন গিয়ে দেখা গেছে, উত্তর দৌলতপুর গ্রামে নদী থেকে পাইপের মাধ্যমে বালু তুলে রাস্তার পাশে বিজয়পুর মৌজার ৫০শতাংশের জমিটি ভরাট করা হচ্ছে। প্রতিদিন তিনজন শ্রমিক এখানে বালু তোলায় নিয়োজিত রয়েছে। স্থানীয়রা জানায়, প্রায় ২৫ লাখ টাকার বিনিময়ে ওই জমি ভরাটের চুক্তির কথা তারা শুনেছেন।
জমিটির মালিক আলম ব্রিকস ফিল্ডের মালিক আলম ভূঞা। তিনি জানিয়েছেন, প্রতি ফুট বালু ৫ টাকার বিনিময়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মজুমদারের কাছ থেকে কিনছেন। ইতিমধ্যে ২৫শতাংশ জমি ভরাট হয়েছে বলে তিনি জানান। গত ক’দিন আগে ইজারা ছাড়াই অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করতে নিষেধ করেন উপ-সহকারি ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম। এসময় তাকে লাঞ্ছিতও করে বেপরোয়া এ ছাত্রলীগ নেতা। এ ঘটনায় মামলা দায়ের করা হলেও বালু তোলা বন্ধ হয়নি। এদিকে মঙ্গলবার অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন জব্দ করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, নদী থেকে বালু উত্তোলন করতে যারা নিষেধ করেন তাদেরই হুমকি-ধমকি দেয়া হয়।
এ ব্যপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মজুমদারের বক্তব্য জানতে বুধবার রাতে একাধিকবার চেষ্টা করলেও মোবাইল ফোন (০১৮২৮৪০৬০৬৫) রিসিভ করেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা জানান, নদী থেকে বালু উত্তোলনের কোন অনুমতি নেই। বালু উত্তোলনের বিষয়টি তারা জেনেছেন। এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।