ফেনী
মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৭
, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

ফুলগাজীতে পুলিশের উপর হামলাকারী যুবক বন্ধুকযুদ্ধে নিহত

 

ফুলগাজী প্রতিনিধি :ফুলগাজীর জিএমহাটে পুলিশের উপর হামলাকারী সন্ত্রাসী এমরান হোসেন সাইফুল(২৮) বন্ধুকযুদ্ধে নিহত হয়েছে।শনিবার ভোরে জিএমহাট ব্রিকস্ ফিল্ডের পাশে এ ঘটনা ঘটে।এসময় সাইফুলের সহযোগী কাজী এমদাদুল হক সোহেল (১৯), ইউনুস (২০) গুলিবিদ্ধ ও  ৮ পুলিশ সদস্য আহত হয়।ঘটনাস্থল থেকে ১টি এলজি, ২টি কার্তুজ,৬টি চোরা ও ৪টি রাম দা উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুত্র জানান, শুক্রবার বিকালে পুলিশের উপর হামলার ঘটনায় সন্ত্রাসী সাইফুল ও তার সহযোগীদের গ্রেফতারের জন্য ফুলগাজী থানা পুলিশ জিএমহাট ব্রিকস্ ফিল্ড এলাকায় অভিযান চালায়।এসময় সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা চালায়।পুলিশ আত্নরক্ষার্থে পাল্টা গুলি চালালে সাইফুল,সোহেল ও ইউনুস গুলিবিদ্ধ হন।হামলায় আহত পুলিশের এসআই মোশারফ হোসেন,এসআই রাশেদুল কবির,এসআই আইয়ুব খান,এএসআই,শফিকুর রহমান,কনষ্টেবল প্রদীপ কুমার চাকমা,ফারুক মিয়া,আবুল কাশেম,চন্দ্রিকা ত্রিপুরা আহত হয়। পরে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল মারা যায়  বলে জানান থানার ওসি হুমাউন কবির।

নিহত সাইফুল ছাগলনাইয়া উপজেলার কাছারী বাজার এলাকার পাঠাননগর গ্রামের কাজী হানিফের ছেলে।তার লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!