শহর প্রতিনিধি: বৃহস্পতিবার ফেনীর স্বাস্থ্য সেবা খাতে শৃংখলা আনয়নের লক্ষ্যে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
এ সময় শহরের ট্রাংক রোডের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদোত্তীর্ণ রি এজেন্ট ব্যবহার করায় ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের নিউ উপশম হাসপাতালে ২০ শয্যার অনুমতি নিয়ে ৩০ শয্যার হাসপাতাল পরিচালনা করার অপরাধে ব্যবস্থাপক চন্দন শীল(৪৪)কে ২০ হাজার টাকা জরিমানা করে আদালত।
এছাড়া শহীদুল্লা কায়সার সড়কের মেডিস্ক্যান হাসপাতালে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় প্রতিষ্ঠানের পরিচালক আক্তার হোসেন ( ৪৫) কে ৩০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
পরে জেড. ইউ. মডেল হাসপাতালের একটি রিএজেন্টের মেয়াদ চলে যাওয়ার উপরাধে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা টিপুকে ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
অভিযানে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রহমান ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।