ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:১০
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল

কথা ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ফেনী-১ আসনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

রোববার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন।

সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১ আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল।

খালেদা জিয়ার আসনে বিকল্প হিসেবে ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল গত ২৮ নভেম্বর। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর; আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর। ভোট ৩০ ডিসেম্বর।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!