ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৩
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে ছাত্রদল কর্মীকে পুলিশে দিল যুবলীগ-ছাত্রলীগ

 

শহর প্রতিনিধি-ফেনীতে মিশন মজুমদার নামের এক ছাত্রদল কর্মীকে পুলিশে দিল যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।বুধবার সন্ধ্যায় শহরের গুদাম কোয়ার্টার এলাকায় এ ছাত্রদল কর্মীকে ধাওয়া দিয়ে আটক করে মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করে ।

সুত্র জানায়,কাল ৮ ফেব্রুয়ারী খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে সকল প্রকার নাশকতা এড়াতে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।এর অংশ হিসেবে বুধবার থেকে শহরের গুদাম কোয়ার্টার এলাকায় ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হক ভূঁইয়া,পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন বাবলু ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদ আকবর অভির নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেয়।

ঘটনার সময় মিশন মজুমদারসহ কয়েকজন নাশকতাকারী যুবলীগ-ছাত্রলীগের  উপর হামলার চেষ্টা করে বলে জানান যুবলীগ নেতা ইকবাল হোসেন বাবলু।এসময়  তাদের ধাওয়া করে মিশন  নামে এক ছাত্রদল কর্মীকে আটক করে মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করেন তারা।

ফেনী মডেল থানার ওসি(তদন্ত)শহীদুল ইসলাম আটকের সত্যতা স্বীকার করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!