শহর প্রতিনিধিঃ ফেনীতে নিরাপদ সড়কের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।শনিবার সকাল সাড়ে ৯টা থেকে শহরের বিভিন্ন স্থানে মিছিল করে তারা।এসময় ছাত্রলীগের হামলায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র মাহির বিন নাসিরসহ ৫ জন শিক্ষার্থী আহত হলেও বাকিদের নাম পরিচয় জানা যায়নি।তবে হামলার বিষয়টি জেলা ছাত্রলীগের একটি দায়িত্বশীল সুত্র অস্বীকার করেছেন।

সুত্র জানায়,শনিবার সকাল সাড়ে ৯টায় শহরের ট্রাংক রোড় শহীদ মিনারে শিক্ষার্থীরা একত্রিত হওয়ার চেষ্টা করলে সেখানে অবস্থানরত ছাত্রলীগ নেতাকর্মীদের বাধায় দাঁড়াতে পারেনি।এরপর ফেনী সরকারী কলেজের সামনে পুনরায় জড়ো হতে চাইলে ছাত্রলীগ শিক্ষার্থীদের ধাওয়া করে।
পরে বেলা ১১টার দিকে শহরের মিজান রোড়ের মাথায় শিক্ষার্থীরা ফের জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে।মিছিলকারীদের একটি অংশ ট্রাংক রোড থেকে মহীপাল যাওয়ার সময় শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ফায়ার সার্ভিসের সামনে সেখানে অবস্থানরত ছাত্রলীগ নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে ও লাঠি দিয়ে তাদের পেটাতে থাকে বলে সাংবাদিকদের জানান কয়েকজন শিক্ষার্থী।

এছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে ছাত্রলীগ।এদিকে যে কোন ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রনে মাঠে রয়েছে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।



