ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:০৩
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে বিশ্ব এইডস দিবস পালিত

‘এইডস নিমূলে প্রয়োজন জনগণের অংশগ্রহণ’ এই প্রতিপাদ্য নিয়ে ফেনীতে নানা আয়োজনে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে রোববার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে র‌্যালী বের করা হয়।র‌্যালীটি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে ডক্টরস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পিকেএম এনামুল করিম।সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্যাহ, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এস মাসুদ রানা, ফেনী জেনারেল হাসপাতালের আরএমও আবু তাহের পাটোয়ারী, বেসরকারী হাসপাতাল মালিক সমিতির সভাপতি হারুন অর রশিদ।
মেডিকেল অফিসার ডা. আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সূর্য্যের হাসির ম্যানেজার তসলিম হোসেন, সহায় এর সমন্বয়ক মনজিলা মিমি, সাজেদা ফাউন্ডেশনের মাসুদ পারভেজ, সিভিল সার্জন অফিসের দিদারুল আলম ভূঞা।এসময় জেলায় কর্মরত চিকিৎসক, নার্স, এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!