ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:৫৯
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ফেনীতে যাত্রীবাহী বাস থেকে কোটি টাকার ইয়াবাসহ ব্যবসায়ী আটক

শহর প্রতিনিধি: ফেনীতেু যাত্রীবাহী বাস থেকে ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ নুরুল ইসলাম (৪৬) ও বাবুল নাথ বাবু (৪০)নামের দুই ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে সৌদিয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট রাজধানী ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা।এমন সংবাদের ভিত্তিতে ভোরে মহাসড়কের রামপুর রাস্তার মাথা এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাসি বসায় র‍্যাবের একটি দল।এসময় ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের (যার রেজি নং চট্ট মেট্রো-ব ১১-০৭৩৪) গতিবিধি সন্দেহজনক হলে র‍্যাব সদস্যরা তা থামানোর সংকেত দেয়।কিন্তু গাড়ীটি না থামিয়ে র‍্যাব চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা গাড়ীটিকে ধাওয়া করে আটক করে।
এসময় গাড়ি তল্লাসি চালিয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ নুরুল ইসলাম ও বাবুল নাথ বাবুকে আটক করে। আটককৃত নুরুল ইসলাম কুমিল্লা জেলার কোতোয়ালী থানার চক বাজার এলাকার আবদুল মান্নাফের ছেলে ও বাবুল নাথ চট্টগ্রামের সিতাকুন্ড থানার কোদারখীল এলাকার ধীরেন্দ্র নাথের ছেলে।আটককৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লক্ষ টাকা ও বাসের আনুমানিক মূল্য ৮০ লক্ষ টাকা।

ফেনীস্থ র‍্যাব-৭ এর অধিনায়ক শাফায়েত জামিল ফাহিম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃত মালামাল ও আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!