ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:৫৯
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ফেনীতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা

শহর প্রতিনিধি : ফেনীতে ৪ অক্টোবর থেকে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা হচ্ছে।এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পিটিআই স্কুল মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়।
ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, সিভিল সার্জন ডাঃ হাসান শাহরিয়ার কবীর,সহকারী পুলিশ সুপার(ছাগলনাইয়া সার্কেল) নিশান চাকমা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ কোহিনুর আলম, ফেনী পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মিজানুর রহমান ও ফেনী প্রেসক্লাব একাংশের সাধারন সম্পাদক দিলদার হোসেন স্বপন।
জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান সভাপতির বক্তব্য প্রদানকালে বলেন, আগামী ৪ অক্টোবর থেকে পিটিআই স্কুল মাঠে ৩দিন ব্যাপী ৪র্থ উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে।মেলাটি সফল করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!