স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদে ফেনীর সংরক্ষিত নারী আসনে জেলা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা নাজমা আক্তারকে মনোনয়ন দিয়েছে দলটি। সাবেক রাষ্ট্রপতি জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বুধবার ওই মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।
এরশাদের উপ-প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যেই মনোনয়ন সংক্রান্ত চিঠি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদের স্পিকার বরাবর পাঠানো হয়েছে।
নাজমা আক্তার ছাগলনাইয়া উপজেলার উত্তর পানুয়া গ্রামের সাহেব বাড়ীর মহিউদ্দিন ডিপটির সুযোগ্য কন্যা।



