ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪১
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীর ২ ভুয়া সার্টিফিকেটধারী ল্যাব টেকনোলজিস্টের কারাদন্ড

শহর প্রতিনিধিঃফেনিতে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এ সময় শহরের নাজির রোডের আমিন উল্ল্যাহ মেডিক্যাল সেন্টারের ল্যাব ইনচার্জ নূরের জামান (৫০) কে তার সনদ দেখাতে বললে তিনি স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টির সনদ দেখান। কিন্তু জিজ্ঞাসাবাদে নূরের জামান স্বীকার করেন এটি একটি জাল সার্টিফিকেট। তার এ ধরণের কোন সনদ নেই। আদালত নূরের জামানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

পরে অভিযান পরিচালনা করা হয় শহরের ট্রাংক রোডের আল্ট্রাপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারে।এ সময় প্রতিষ্ঠানটির ১৮ বছরের পুরনো ল্যাব ইনচার্জ শেখ ফরিদ (৬০)কে স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টির সনদ প্রদর্শন করেন।আদালতকে তিনি চ্যালেঞ্জ করেন তার সনদ জাল নয়।তৎক্ষণাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট সনদটি স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টির সচিবকে সনদটি ই-মেইল করেন। ই-মেইলের জবাবে সচিব জানান ১৯৮২ সালের ১৩৭৪ রেজিস্ট্রেশনে পবিত্র নাথ বিশ্বাস নামে একজন আছেন।সনদের যে সিরিয়াল আছে সেই সিরিয়ালে জহুরুল ইসলাম সরকারের নামে একজন আছেন। সনদটি জাল বলে প্রমাণিত হয়। আদালত ল্যাব ইচার্জ শেখ ফরিদকে ১ মাসের বিনাশ্রমে কারাদন্ডে দন্ডিত হন।

অভিযানে সিভিল সার্জন অফিসের ডাঃ রুবাইয়াৎ বিন করিম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!