শহর প্রতিনিধি: ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনে দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তাকে নৌকা প্রতিকে ভোট দিয়ে আসনগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই। এছাড়া ফেনীর উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে কাজ করে যেতে দলীয় নেতাকর্মীদের প্রতি তিনি আহবান জানান। শনিবার বিকালে শহরের ট্রাংক রোডে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।



