ফেনী
বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:২৩
, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিএনপি হারার আগে হারে, জেতার আগেও হারে’-কাদের

 
নিজস্ব প্রতিবেদক-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন নিয়ে অভিযোগ করা বিএনপির পুরোনো অভ্যাস। নির্বাচন এলেই তারা ভাঙা রেকর্ড বাজায়। রংপুরেও তারা তাদের সেই রেকর্ড বাজাচ্ছে। তিনি বলেন, বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার আগে আরেকবার হারে, আবার জেতার আগেও একবার হারে।

রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) গাবতলী বাস ডিপোর উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

ওবায়দুল কা‌দের বলেন, প্রতিনিয়ত নির্বাচন কারচুপির অভিযোগ তোলার কারণে বিএনপির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে। এসব অবান্তর অভিযোগে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না, বিএনপির সদিচ্ছা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!