ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৯
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

ফেনীর ফুলগাজী ও পরশুরামে পূজামন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী পিপিএম,বিপিএম।শনিবার দুই উপজেলার বিভিন্ন মন্ডপে গিয়ে আইনশৃঙ্খলাসহ পূজা উদযাপনের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, ফেনীর প্রতিটি পূজামন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। যেকোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি বা সমস্যার সৃষ্টি হলে পুলিশ কর্মকর্তাদের মোবাইলে জানানোর অনুরোধ করেছেন তিনি।

এসময় পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) নিশান চাকমা, ফুলগাজী থানার ওসি মো: কুতুব উদ্দিন ও পরশুরাম মডেল থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
এবার জেলায় ১৪০টি পূজামন্ডপে দূর্গাপুজা উদযাপন হচ্ছে। এর মধ্যে ফুলগাজী উপজেলায় ৩৩টি ও পরশুরাম উপজেলায় ৬টি পুজামন্ডপ রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!