নিয়মিত টিভিনাটকে দেখা যায় না জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমুকে। বিয়ের পর থেকে অভিনয় কমিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। স্বামী-সংসার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। তবে বিশেষ দিবসের নাটকগুলোতে ভক্তদের নিরাশ করেন না শিমু।
সম্প্রতি নেপালে পান্থ শাহরিয়ারের রচনা ও আরিফ খানের পরিচালনায় ‘সেদিন বিকেল ছিল’ নামের একটি টেলিফিল্মের কাজ শেষ করেছেন। নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। নাটকে আপনাকে কম দেখা যায় এর কারণ কী? জানতে চাইলে শিমু বলেন, আমি ক্যারিয়ারের শুরু থেকেই বেছে বেছে গল্পের কাজ করেছি। ইচ্ছা করলেই সব ধরনের গল্পের নাটকে কাজ করতে পারি না। গল্প-মেকার পছন্দ না হওয়ার কারণেও অনেক কাজের প্রস্তাব ফিরিয়ে দেই। তা ছাড়া পড়াশোনা, ঘর-সংসার সব কিছু মিলিয়ে নাটকে অভিনয় করা কমে গেছে।
শিগগির শরিফুল ইসলামের ‘টাপুর টুপুর’ নামের শুটিং শুরু করবেন তিনি। ঈদ ও বৈশাখের বেশ কিছু সুন্দর গল্পের নাটকে অভিনয় করবেন বলে জানিয়েছেন শিমু।



