ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:০৭
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ে বাড়ি থেকে ৩ জন করোনায় আক্রান্ত, ৫০০ কোয়ারেন্টাইনে

ভারতে বিয়ে বাড়ি থেকে তিন জনের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করা হয়েছে। ওই বিয়েতে অংশগ্রহণকারী আরও ৫০০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদনীপুরে এ ঘটনা ঘটে।

আক্রান্তদের মধ্যে প্রথম জনের বয়স ৬৬ বছর। কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি। বিয়ে বাড়িতে তার সংস্পর্শে ছিলেন এমন ১৩ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকি দুজনের মধ্যে একজন ৫৬ বছর বয়সী নারী। আরেকজন ৭৬ বছর বয়সী তাদের। এদের মধ্যে দুজনেরই করোনা পজেটিভ ধরা পড়ে গতকাল শনিবার। বিয়েতে অংশগ্রহণ করা চার জন ছিলেন যুক্তরাজ্য ও সিঙ্গাপুর থেকে আগত।
চিকিৎসকরা জানান, ওই বিয়ে বাড়ি আরও অনেকেরই প্রাণঘাতী করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। জেলার স্বাস্থ্য কর্মকর্তা এ ঘটনাকে জটিল বলে ব্যাখ্যা করেছেন। কারণ বিয়েতে অংশগ্রহণকারী সবাইকে চিহ্নিত করতে অনেক বেশি বেগ পেতে হবে। আর না করতে পারলে তাদের থেকে করোনা ছড়ানোর আশঙ্কা অনেক বেশি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!