ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:০৩
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বেস্ট ইন হোটেলে করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিতদের থাকার ব্যবস্থা

ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ বেস্ট ইন হোটেলে জেলার করোনা রোগীদের চিকিৎসার জন্য আইসোলেসন ইউনিটে দায়িত্ব পালন শেষে চিকিৎসক, সেবিকা এবং সংশ্লিষ্ট সকলকে থাকার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে হোটেল কর্তৃপক্ষ।মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক ও বেস্ট ইন হোটেল পরিচালনা কমিটির চেয়ারম্যান জাফর উদ্দিন গণমাধ্যম কর্মীদের জানান,চলমান করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিতদের থাকার জন্য ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর পরামর্শক্রমে আমরা এ সিদ্ধান্ত গ্রহণ করেছি।যাতে করে স্বাচ্ছন্দভাবে থাকার মাধ্যমে রোগীদের সেবায় তারা নিয়োজিত থাকতে পারে।

এমন উদ্যোগ গ্রহণ করায় ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নিজাম উদ্দিন হাজারী এমপি,জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান, পৌর মেয়র হাজী আলাউদ্দিন ও বেষ্ট ইন হোটেল কর্তৃপক্ষ’র নিকট কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!