ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৪
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

খালেদার মুক্তির দাবিতে মানববন্ধনে নেতাকর্মীদের ঢল

ঢাকা অফিস: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে।

সোমবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন শুরু হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, আবদুল আওয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, রুহুল আলম চৌধুরী, ডা. এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, জয়নাল আবদিন ফারুক, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবীব, যুগ্ম-মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

এর আগে, খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করা হয়। গত বুধবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর মধ্যে বুধবার দুই ঘণ্টার প্রতীকী অনশন পালন করবে বিএনপি।

ঢাকায় রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণ অথবা গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতীকী অনশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে দলটি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!