শহর প্রতিনিধি: ফেনীতে বৃহস্পতিবার যুবদলের মিছিলে পুলিশের হামলা ও সংঘর্ষ’র ঘটনায় ফেনী মডেল থানার এসআই নুরুল হক বাদী হয়ে শুক্রবার মামলা দায়ের করেছেন।এতে জেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী হাবিব উল্লাহ মানিক, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খোন্দকার, সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাতসহ বিএনপি-যুবদল ও ছাত্রদলের ৯০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ১ শ ৫০ কে অজ্ঞাত আসামী করা হয়।
ওইদিন কারাবন্ধী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবীতে শহরে যুবদল খন্ড মিছিল বের করার চেষ্টা করে।এসময় পুলিশের প্রতিরোধে মিছিল পন্ড হয়ে যায়।পুলিশ বিভিন্ন স্থান থেকে ৮ নেতাকর্মীকে গ্রেফতার করে।