শহর প্রতিনিধি: সরকারী প্রাথমিক সমাপনীতে ফেনী শহরের শান্তি নিকেতন ইন্সটিটিউটের ১৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।এছাড়া সাধারণ গ্রেডে ৮ জন বৃত্তি পেয়েছে।
সূত্র জানায়, এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে জেলায় দ্বিতীয় স্থান লাভ করে।এর মধ্যে ১৫ জন ট্যালেন্টপুল ও ৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।এতে শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মাঝে আনন্দ বিরাজ বিরাজ করছে।
বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এম.মামুনুর রশিদ মামুন বলেন,সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার ফলে এমন ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।এ ধারা অব্যাহত রাখতে তিনি সকলের নিকট সহযোগিতা কামনা করেন ।