ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৮
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজধানীর খিলগাঁওয়েয় বাগিচা সংলগ্ন রেললাইন থেকে একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের (৫২) লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ রেললাইন থেকে সুমনের দ্বিখন্ডিত লাশ উদ্ধার করে।

রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক জানান, ঘটনাস্থল থেকে সুমন জাহিদের মরদেহ উদ্ধার করে রেলওয়ে হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এরপর ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা বলছেন, রেলে কাটা পড়ে সুমনের মৃত্যু হয়েছে। তবে প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তিনি উত্তর শাহজাহানপুরের ৩১২ নম্বর বাড়িতে থাকতেন।
সুমন জাহিদ ফারমার্স ব্যাংকের শান্তিনগর শাখার সেকেন্ড অফিসার ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনী শহরের নাজির রোডে। তিনি দুই ছেলের জনক।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!