ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:১৯
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সোনাগাজীতে আল-আমিন সোসাইটির তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

সোনাগাজী প্রতিনিধি- সোনাগাজী উপজেলার শ্রেষ্ঠ সমাজসেবী সংগঠন হিসেবে পুরস্কারপ্রাপ্ত আল-আমিন সোসাইটি পরিচালিত আল-আমিন আদর্শ নূরানী মাদ্রাসার আয়োজনে তাফসিরুল কুরআন মাহফিল-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলার পশ্চিম নাজিরপুরস্থ মাদ্রাসা সংলগ্ন মাঠের এ মাহফিলের প্রধান আলোচক ছিলেন দেশখ্যাত মুফাসসিরে কুরআন ড. মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী।

আল-আমিন সোসাইটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক কাজী মাওলানা এরশাদ উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে চাঁদপুর আব্দুল কাদের জিলানী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আইয়ুব আলী, নবাবপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নূরুন নবী, পশ্চিম নাজিরপুর নতুন মসজিদের খতিব মাওলানা কবির আহমদ ও সফরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার নুরুল আবসার তাফসির পেশ করেন। এসময় নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য যে, প্রতিষ্ঠার পর থেকে গত ২৫ বছর নিয়মিত তাফসিরুল কুরআন মাহফিলসহ সামাজিক সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করে আসছে আল-আমিন সোসাইটি। ইতোমধ্যে মাওলানা কামাল উদ্দীন জাফরী, তারেক মনোয়ার, আওলাদে রাসূল সৈয়দ আনোয়ার হোসেন তাহেরী আল জাবের আল মাদানীসহ দেশ খ্যাত অনেক আলেম এসেছেন আল-আমিন সোসাইটির এই মাহফিলে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!