ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৭
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সোনাগাজীতে কিশোরীকে গনধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ ৫ বখাটে গ্রেফতার

সোনাগাজী প্রতিনিধি: সোনাগাজীতে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে বগাদানা ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলোক নেতা মাঈন উদ্দিনসহ পাঁচ বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার মধ্যরাতে বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সুত্র জানায়,বগাদানা ইউনিয়নের চরসাহা ভিকারী গ্রামের আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সোমবার বিকেলে হতদরিদ্রদের জন্য কমমূল্যে বিক্রয়কৃত (১০ টাকা দরে) চাল কিনে বাড়ি ফিরছিলো কিশোরীটি।এসময় স্থানীয় তিন বখাটে যুবক কিশোরীকে জোরপূর্বক মুখচেপে ধরে পাশ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে কিশোরী মেয়েটি অচেতন হয়ে পড়লে বাড়িতে পাঠানোর জন্য তাকে একটি সিএনজি চালিত অটোরিক্সাতে তুলে পালিয়ে যায় তারা।

ওই অটোরিক্সা চালক কিশোরী মেয়েটিকে নির্জন স্থানে নিয়ে ফের ধর্ষণের চেষ্টা করে।এসময় মেয়েটির জ্ঞান ফিরলে সে দ্রুত পালিয়ে যায়।পরে বাড়িতে এসে ঘটনাটি পরিবারকে জানালে কিশোরীরর বাবা স্থানীয় ইউপি সদস্য মাঈন উদ্দিনকে বিষয়টি অবগত করে।

মঙ্গলবার বিকেলে ইউপি সদস্য মাঈন উদ্দিন ঘটনায় জড়িত ধর্ষক জয়নাল আবেদীন (২০), নজরুল ইসলাম (২১) ও আনোয়ার হোসেনকে (২২) ডেকে গ্রাম্য সালিশের মাধ্যমে নাকে খত দিয়ে ছেড়ে দেয়। এসময় নির্যাতিত কিশোরীর বাবাকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য ইউপি সদস্য নির্দেশ দেন।

এ ঘটনায় মঙ্গলবার রাত ১০টার দিকে কিশোরীর বাবা সোনাগাজী মডেল থানায় হাজির হয়ে তিন ধর্ষক, অটোরিক্সা চালক আলমগীর হোসেন (২৩), বগাদানা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মাঈন উদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পুলিশ মধ্যরাতে অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ এজহারনামীয় পাঁচজনকে গ্রেপ্তার করে।
পুলিশ গ্রেপ্তারকৃত আসামিদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।অপরদিকে মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য তাকে ফেনী জেলা সদর হাসপতালে প্রেরণ করা হয়েছে বলে জানান সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!