ফেনী
শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:২৫
, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

হুইল চেয়ারে পাহাড় জয়

 
কথা ডেস্ক-হংকংয়ের পর্বতারোহী লাই চি ওয়াই। ৩৫ বছর বয়সী লাইয়ের নেশা পর্বতের চূড়া ছোঁয়ার। কিন্তু সাত বছর আগে এক সড়ক দুর্ঘটনায় দুই পায়ে হাঁটার শক্তি হারিয়ে ফেলেন তিনি। এরপর চলাফেরায় তাঁর একমাত্র সম্বল হয় হুইলচেয়ার। এতেও পাহাড়ে ওঠার নেশা থেকে একটু পিছ পা হননি লাই। হুইলচেয়ার নিয়েই পাহাড়ে ওঠার প্রশিক্ষণ শুরু করেন তিনি। অতঃপর হুইলচেয়ার নিয়েই বন্ধুর পথ পেরিয়ে ১ হাজার ৬২৪ ফুট উচ্চতার লায়ন রক জয় করেন তিনি। আর এর মাধ্যমেই চীনের প্রথম অ্যাথলেট হিসেবে লরেস ওয়ার্ল্ডস বেস্ট স্পোর্টিং মোমেন্টের জন্য মনোনীত হয়েছেন। চলতি মাসে তোলা লাই চি ওয়াইয়ের এই ছবিগুলো রয়টার্স থেকে নেওয়া।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!