ফেনী
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩১
, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
রাজাপুরে হিলফুল নূর ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার ফেনীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে,জয়বাংলা উপজেলা-পৌর কমিটিকে স্বাগত জানিয়ে চরদরবেশ ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল নিজ দলীয় ত্যাগী-নির্যাতিত কর্মীর পাশে থাকায় ষড়যন্ত্রের শিকার বিএনপি নেতা আহবায়ক কমিটি দিয়ে ৫ বছর পার ফেনীর বিএনপির ফাজিলপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন নানা আয়োজনে ফেনী মুক্ত দিবস পালিত ঢাকাস্থ ফাজিলপুর যুব কল্যাণের জিপিএ ৫ সংবর্ধনা আ.লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা তা জনগণই ঠিক করবে-ফখরুল

অপূর্ব নাবিলার ‘সংসার’ শুরু

আলমগীর কবির-‘আয়নাবাজি’খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলাকে টিভি নাটকে খুব কমই দেখা যায়। ভালো গল্প এবং ভালো চরিত্রের অনুসন্ধানে থাকেন তিনি। ব্যাটে বলে মিলেগেলে নাবিলাকে দেখা যায় সেই নাটকে। ঠিক তেমনি তার কাছে খুব ভালোলাগার গল্পের নাটক ‘সংসার’।

নাটকের গল্প রচনা, চিত্রনাট্য এবং নির্দেশনা দিচ্ছেন এই সময়ের আলোচিত নাট্যনির্মাতা ‘বড় ছেলে’ খ্যাত মিজানুর রহমান আরিয়ান। ১৮ জানুয়ারি থেকে রাজধানীর উত্তরায় ‘সংসার’ নাটকের শুটিং শুরু করেছেন নাবিলা। এতে তার বিপরীতে আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন,‘ সংসারের গল্পে আমি দেখানোর চেষ্টা করবো একটি আদর্শ দম্পতি কেমন হয়। তানভীর এবং ইরা সুখী দম্পতি। তাদের দাম্পত্য জীবনের গল্পটা কোন সংঘাতের গল্প নয়। শুধুই ভালোবাসার গল্প।’

পরিচালক জানান- নাটকে তানভীর চরিত্রে অভিনয় করছেন অপূর্ব এবং ইরা চরিত্রে অভিনয় করছেন নাবিলা। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন,‘ আরিয়ানকে নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। তার গল্পে যেমন আমাদের জীবনের গল্প থাকে ঠিক তেমনি নির্মাণের ক্ষেত্রেও কোনরকম ছাড় দেন না। সংসার আমাদের জীবনের গল্প। একটি শিক্ষনীয় গল্প হবে দর্শকের কাছে। আমি খুবই আশাবাদী নাটকটি নিয়ে।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নাবিলা বলেন,‘ একটি আদর্শ দম্পতি কেমন হওয়া উচিত এই নাটকের গল্পে তাই দেখানোর চেষ্টা করা হয়েছে। সংসারে সমস্যা থাকবে, কিন্তু এই সমস্যার মধ্যেও কীভাবে ভালো থাকা যায়, সুখে থাকা যায় তা তুলে ধরা হবে। সর্বোপরি সংসার নাটকের গল্পের আলাদা এক সৌন্দর্য আছে। গল্পের এই সৌন্দর্য্যটাই আমাকে এই নাটকে কাজ করতে আগ্রহী করে তুলেছে। নির্মাতা তার নির্মাণের ক্ষেত্রে যথেষ্ট আন্তরিক এবং যত্নশীল।’

ভালোবাসা দিবসে নাটকটি প্রচার হবে। নির্মাতা আরিয়ান জানান ‘সংসার’ নাটকে মাত্র একঘণ্টা বয়সী একজন শিশু অভিনয় করেছে। অপূর্ব ও নাবিলা প্রথম একসঙ্গে অমিতাভ রেজা নির্দেশিত ‘মার্চ মাসে শুটিং’ নাটকে অভিনয় করেন। নাটকটি গত বছর ঈদে প্রচারিত হয় এবং এটি ছিল গেল বছরের আলোচিত একটি নাটকও বটে।

এদিকে আগামী ২৬ এপ্রিল যোবাইদুল হক রীনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন নাবিলা। নাবিলার অভিনয় জীবনের অন্যতম কাজ হচ্ছে অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ চলচ্চিত্রটি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo