ফেনী
বৃহস্পতিবার, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৫
, ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খুলে দেওয়া হলো মুহুরী সেচ প্রকল্পের সব ফটক,বন্যার পানি দ্রুত কমছে ফেনী শহরের জলাবদ্ধতা নিরসনে ভরাটকৃত খাল পুনরুদ্ধারের দাবীতে মানববন্ধন ফেনীতে ১৯টি আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৫ স্থানে ভাঙন ৩০ গ্রাম প্লাবিত,পানিবন্দি অর্ধলক্ষ্য মানুষ মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত,বাধের ৫ স্থানে ভাংগন,বন্যার আশংকা ফেনীতে ব্যাপক জলাবদ্ধতা,পানিবন্দি হাজারো মানুষ,দুর্ভোগ চরমে স্থানীয় নির্বাচন আগে করতে হবে ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের দুই নেতা আটক ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার রাতের ভোটের’ দায় স্বীকার করে জবানবন্দি দিলেন নুরুল হুদা

আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম ইতিকাফ

মানুষের যেমন দেহ এবং রুহ আছে, তেমনি দুনিয়ারও দেহ এবং রুহ আছে। দুনিয়ার দেহ আসমান আর জমিন রুহ হলো বাতাস। দুনিয়ার রুহ এখন ক্রান্তিকাল পার করছে করোনা ভাইরাসের কারণে। সবকিছু স্থবির হয়ে আছে। এরই মধ্যে ধর্ম মন্ত্রনালয় মসজিদে ১২ শর্তে নামাজ আদায়ের অনুমতি দেয়া হয়েছে। একই সঙ্গে মসজিদে ইতিকাফে পাঁচ জন মুসুল্লি অংশ নিতে পারবেন বলে নির্দেশনা দেয়া হয়েছে। তাদের স্বাস্থ্য বিধি মেনে ইতিকাফে অংশ নিতে হবে। আজ ২০ রমজান পার হচ্ছে। যারা ইতিকাফে বসবেন তাদের প্রস্তুতিও শুরু হয়েছে।

কাল থেকে ঈদের চাঁদ দেখা না যাওয়া পর্যন্ত ইতিকাফ পালন করবেন তারা। মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, আর আমি হযরত ইব্রাহিম (আ.) ও ঈসমাইল (আ.) কে দায়িত্ব দিয়েছিলাম- তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকুকারী ও সিজদাকারীদের জন্য পবিত্র কর। (সুরা বাকারা-১২৫) ।
হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত- তিনি বলেন, নবী করিম (সাঃ) রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। (বোখারী শরীফ-১৯২১, মুসলিম শরীফ- ১১৭১)। হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত- নবী করিম (সাঃ) ইন্তেকাল পর্যন্ত রমজানের শেষ দশক ইতিকাফ করতেন। অতঃপর তার স্ত্রীগণ তার পরবর্তীতে ইতিকাফ করেছেন। (বোখারী শরীফ- ১৯২২, মুসলিম শরীফ- ১১৭২) ।
রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নতে মুয়াক্কাদা। ইতিকাফের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে বান্দা। মসজিদ ছাড়া ইতিকাফ শুদ্ধ নয়। পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ শুদ্ধ। হযরত আয়েশা (রা.) বলেন, ইতিকাফকারীর জন্য সুন্নত হচ্ছে রোগী দেখতে না যাওয়া, ইতিকাফকারীর মসজিদ ছাড়া জানাজায় হাজির না হওয়া। খুব জরুরি প্রয়োজন ছাড়া বের না হওয়া। আবার রোজা ছাড়া ইতিকাফ শুদ্ধ নয়। অনুরূপভাবে জামে মসজিদ ছাড়া ইতিকাফ শুদ্ধ নয়। (আবু দাউদ শরীফ ২৪৭৩, দারে কুতনী ২/২০১)।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!