ফেনী
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৬
, ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এবার সোনাগাজীর দর্শনীয় স্থানসমূহ ঘুরে এলো ফেনিউরিজমের চতুর্থ টিম

 

সোনাগাজী প্রতিনিধি-ফেনী জেলা প্রশাসনের উদ্ভাবনী উদ্যোগ ফেনিউরিউজমের চতুর্থ টিম সোনাগাজীর দর্শনীয় স্থানসমূহ ঘুরে এলো। রবিবার সকালে ফেনী সেন্ট্রাল হাইস্কুলের ৭০ জন শিক্ষার্থী নিয়ে এই টিমের আয়োজন করা হয়।এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

বক্তব্য প্রদানকালে তিনি বলেন, দর্শনীয় স্থানগুলো দেখার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাটি ও মানুষ সম্মন্ধে জানার ভিত শক্ত হবে।এছাড়াও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো ভ্রমণের মধ্য দিয়ে আমরা একটি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একটি তরুণ প্রজন্ম পাব। ফেনিউরিজমের গুরুত্বপূর্ণ দিক হল পর্যটনের সাথে সাথে নিজ জেলা ও মাটিকে শেখা। নিজ জেলা নিয়ে গর্বিত এক প্রজন্ম গড়ে উঠবে।

উদ্বোধনের পরপরই নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে ফেনিউরিজম টিম সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের জহির রায়হান- শহীদুল্লাহ কায়সারের বাড়ি মজুপুর গ্রামে যায় । বাংলা সাহিত্যের কালজয়ী সাহিত্যকর্ম ‘হাজার বছর ধরে’ বা ‘সংশপ্তক ‘এর চরিত্রগুলো এই গ্রাম থেকেই নেয়া। এখনো বুড়ো মকবুল বা মন্তু বা হুরমতি এর বাড়ি রয়েছে সেখানে। মূলত এ সকল বাস্তব চরিত্র অবলম্বনেই এই দুই মনীষী সাহিত্য রচনা করেন। বিষয়গুলোকে এভাবেই বর্ণনা করে শোনান ভোরবাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: একরামুল হক কিশোর।

পরে টিমটি সোনাগাজীর ঐতিহ্যবাহী আমিরাবাদ বি সি লাহা স্কুল এন্ড কলেজ, সোনাগাজীর ঐতিহ্যবাহী ও দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মুহুরি বাঁধ, সোনাগাজীর বায়ু বিদ্যুৎ প্রকল্প, চর দরবেশ ইউনিয়নে সেলিম আল দ্বীনের বাড়ি সেনেরখিল পরিদর্শন করেন। বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে টিম ফেনিউরিজম ঘুরে আসা স্থানসমূহের উপর ৭০ জন শিক্ষার্থী একটি কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযাগিতার বিজয়ী দশজন প্রতিযোগীকে পুরস্কৃত করেন জেলা প্রশাসক ।

এসময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মো: মিনহাজুর রহমান,সহকারী কমিশনার (ভূমি) নিজাম উদ্দিন আহম্মদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া, ইস্টার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক রাফিউস সানি রূপম, সোনাগাজী সার্কেল এ এস পি জুনায়েদ কাউসার, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন, চর দরবেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো, আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল আলম, আমিরাবাদ বি সি লাহা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক লুৎফা খানম, ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুলল ইসলাম।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!