ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে আসামী হাফেজ আব্দুল কাদের।
সুত্র জানিয়েছেন,আদালতকে কাদের জানান,তার রুমেই হয়েছে নুসরাত হত্যার পরিকল্পনা।ঘটনার সময় সে হত্যাকারীদের নিরাপত্তায় মাদরাসার গেট পাহারায় ছিলো এবং হত্যায় সক্রিয়ভাবে অংশ নিয়েছে বলে আদালতকে জানিয়েছে কাদের।
বৃহস্পতিবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিন আহমেদের আদালতে হাজির হয়ে এ জবানবন্দি দেন কাদের। সকাল ১১টায় জবানবন্দি শুরু হয়ে সন্ধ্যা ৭টায় শেষ হয়।কাদের ওই মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক ও ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র।
গত মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই।