ছাগলনাইয়া প্রতিনিধি-ছাগলনাইয়া উপজেলার ৫নং মহামায়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পরিষদ কার্যালয়ের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক মাসুমের সঞ্চালনায় ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক খুরশিদ আলম মজুমদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান গবীরশাহ হোসেন বাদশা চৌধুরী। সম্মেলনে ৫নং মহামায়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে খুরশিদ আলম মজুমদার, সহ-সভাপতি- নুর আহাম্মদ মুজমদার, আবু মনছুর মজুমদার সোহেল, সাধারণ সম্পাদক আবদুল আজিম মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন ভূঁঞা, বেলাল আহাম্মদ মুজমদার মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে